মুসলিম পোর্ট

ইরানের সিরাজে পার্সিয়ান কবি হাফিজের মাজারের ভিতরের অংশের সিলিং। নীল ‘তুষারকণা’ সদৃশ এই গম্বুজটির নির্মান কাজ শুরু হয় ১৪৫২ সালে পরবর্তীতে এটি সংস্কার করেন ফ্রেঞ্চ প্রকৌশলী আন্দ্রে গোডার্ড।

সিরেজের এই মাজার এবং এর পাশ্ববর্তী এলাকাটি বর্তমানে ইরানে পর্যটকদের অন্যতম কেন্দ্রবিন্দু।