গত ৭ অক্টোবর থেকে এপর্যন্ত অবরুদ্ধ গাযা উপত্যকায় দখলদার ইজরায়েলি নৃশংসতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো-
★ এপর্যন্ত (২৭ অক্টোবর) সর্বমোট নিহতের সংখ্যা ৭,২৭৪ জন। শিশু ৩১৩১ ও নারী ১৮১৮ জন।
★ সর্বমোট আহতের সংখ্যা ১৯,১১২ জন।
★ সাংবাদিক হত্যা ২২ জন।
★ ইজরায়েলি ভয়াবহ হামলার ফলে বাস্তুচ্যুত হয়েছেন ১,৩৫০,০০০ ফিলিস্তিনি।
★ পুরোপুরি বিধ্বস্ত বাড়ির সংখ্যা ৪১,১২০ টি।
★ আংশিক বিধ্বস্ত বাড়ির সংখ্যা ১২৮,১০০ টি।
★ মিডিয়া কার্যালয় ধ্বংস ৮৫ টি।
★ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে ৯৭ টি।
★ শিল্পকারখানা ৩৯২ টি।
★ মসজিদ ধ্বংস করেছে ৩৮ টি, গির্যা ৩ টি।
★ পরিকল্পিতভাবে সেবাকর্মীদের উপর হামলা করেছে ১৭১ জনের৷
★ পরিকল্পিতভাবে সেবাক্ষেত্রে হামলা করা হয়েছে ১০৭ টি। হাসপাতাল ১৯ টি, ক্লিনিক ৪৯ টি, এম্বুলেন্স ৩৯ টি।