মুসলিম পোর্ট

অবরুদ্ধ গাযা উপত্যকায় দখলদার ইজরায়েলি আগ্রাসনের অন্যতম লক্ষবস্তু হলো গাযার চিকিৎসা ব্যবস্থা ধ্বসিয়ে দেওয়া। যাতে করে, সেখানে স্থানীয় কিংবা প্রতিরোধ আন্দোলনের কেউ চিকিৎসা গ্রহণ করতে না পারে।

এই লক্ষ্যে গাযা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসককে নির্বিচারে হত্যা করেছে। এবং ৯০ জন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী গুরুতর আহতাবস্থায় রয়েছে।

এছাড়াও ১০টি পরিপূর্ণ জেনারেল হাসপাতাল ও ১০ টি খণ্ডকালীন অস্থায়ী হাসপাতালে বোমা।নিক্ষেপ করে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বর্ণবাদী প্রশাসন। পাশাপাশি, আরো ৩৫ টি স্বাস্থ্য সংক্রান্ত প্রতিষ্ঠানও ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। গাযা উপত্যকার এমন দূরাবস্থায় পর্যাপ্ত এম্বুলেন্স এর সংকট রয়েছে বলেও জানা যায়। এর মধ্যেও ২৩ টি রোগী বোঝাই এম্বুলেন্সে বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

আরো মর্মান্তিক বিষয় হলো- আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাযার এক চিকিৎসক বলেন, “আমদের এই মুহূর্তে কোনো প্রকার এনেস্থিসিয়া ছাড়াই সকল প্রকার অস্ত্রোপচার করতে হচ্ছে। যার ফলে অমানবিক ব্যথা ও অতি রক্তপাতের ফলে অস্ত্রোপচারের সময়ই প্রাণ হারাচ্ছেন অনেক ফিলিস্তিনি।”