মুসলিম পোর্ট

সুদানের উত্তর দারফুরের তাওইলা বাস্তুচ্যুত ক্যাম্পে অন্তত ১,৭০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছে স্থানীয় সংগঠন জেনারেল কো-অর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসন্স অ্যান্ড রিফিউজিস। আনাদোলুর খবরে বলা হয়েছে, সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর চলমান যুদ্ধে দেশজুড়ে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সংগঠনটি জানায়, সুদানের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ এখন জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তায় পড়েছে, হোক তা ক্যাম্পের ভেতরে কিংবা গ্রাম গুলোতে, পশুপালন এলাকাসহ বিভিন্ন অঞ্চলে।

যুদ্ধ শুরুর পর তাওইলায় আশ্রয় নিয়েছে ১০ লক্ষাধিক মানুষ

২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও RSF-এর সংঘাত শুরুর পর থেকে তাওইলা ক্যাম্পে ১০ লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় “লক্ষ লক্ষ” মানুষ নতুন করে ক্যাম্পে ঢুকেছে বলে জানিয়েছে সংগঠনটি। এদের অধিকাংশই ক্ষুধা, আঘাত এবং চরম দুর্দশা নিয়ে সেখানে পৌঁছেছেন।

সহিংসতা ও অপুষ্টির ভয়াবহ পরিসংখ্যান

সর্বশেষ মাঠ পর্যায়ের তথ্যে দেখা গেছে—

  • ১,৬০০ জন লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার
  • ৩,১০০ জন বন্দুকের গুলিতে আহত
  • ১,৭০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে
  • ৩,৬০০ প্রবীণ ভয়াবহ অপুষ্টির শিকার
  • দারফুর জুড়ে ৭০ লক্ষের বেশি মানুষ এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত

সংগঠনটি সতর্ক করে বলেছে, তাওইলা ক্যাম্পসহ পুরো দারফুরে পরিস্থিতি “দ্রুত অবনতির দিকে” যাচ্ছে।

দক্ষিণ কর্ডোফানে খাবার-ওষুধবিহীন মৃত্যু

শুক্রবার (২১ নভেম্বর) সুদান ডাক্তার নেটওয়ার্ক জানিয়েছে, দক্ষিণ কর্ডোফানের ডিলিং ও কাদুগলি শহরে গত এক মাসে তীব্র অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। তারা দাবি করছে, RSF-এর অবরোধের কারণে খাদ্য, চিকিৎসা ও মৌলিক সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এসব শিশু মারা গেছে।

এল-ফাশের ও কাদুগলিতে দুর্ভিক্ষ নিশ্চিত

জাতিসংঘ সমর্থিত IPC এই মাসের শুরুর দিকে জানিয়েছে, উত্তর দারফুরের এল-ফাশের ও দক্ষিণ কর্ডোফানের অবরুদ্ধ শহর কাদুগলিতে দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে

গত ২৬ অক্টোবর RSF এল-ফাশের দখলে নেয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, সেখানে বেসামরিকদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন—এই হামলা সুদানের ভৌগোলিক বিভাজনকে স্থায়ী করে দিতে পারে।

দুই বছর ধরে অচলাবস্থায় যুদ্ধ

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও RSF রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত। আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতার বহু প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত, মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।