মুসলিম পোর্ট

পরিসংখ্যান বলছে-
🌎 ২০২১ সালের পর থেকে ৮৯.৩ মিলিয়ন মানুষ
বাস্তুচ্যুত।

🗺️ বর্তমানে বিশ্বে ৩৫.৩ মিলিয়ন মানুষ শরণার্থী হিসেবে বসবাস করছে। যা ২০২২ সালে ছিল ২৭.১ মিলিয়ন মানুষ।

👶 ১৩.৫ মিলিয়ন শিশু শরণার্থী হিসেবে জন্ম গ্রহণ
করেছে। গত বছরেই যা সংখ্যায় ৩.৮ মিলিয়ন।

🏕️ ৪৮৬৮০০ শরণার্থী পূর্বের স্থানে ফেরত গিয়েছে৷

📈৮৩% শরণার্থীকে জায়গা দিয়েছে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলো।