মুসলিম পোর্ট

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত এবং ৩০ জনের মতো আহত হয়েছেন।।

দেশটির বাদাখশান শহরের ফাইজাবাদ এলাকায় নবাবী মসজিদে এই ঘটনা ঘটেছে।
হতাহতদের মধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তারাও রয়েছে।

প্রাথমিকভাবে কোন গোষ্ঠীই এই ঘটনার দায় স্বীকার না করলেও এই ঘটনাকে সন্ত্রাসবাদ বলে ধারণা করা হচ্ছে।
এবং বিষয়টি তদন্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি।