ইসলামী সভ্যতার বিভিন্ন অঞ্চলের ল্যান্ডমার্ক নিয়ে তৈরী চমৎকার একটি ইলাস্ট্রেশন।
ছবিতে যে সকল ল্যান্ডমার্ক তুলে ধরা হয়েছে-
১. কাবা শরিফ
২. বাইতুল মাকদিস
৩. দামেস্কের উমাইয়া জামে মসজিদ
৪. আন্দালুসিয়ার কর্ডোভা জামে মসজিদ
৫. মরক্কোর ফাতিমা আল ফিহরী বিশ্ববিদ্যালয়
৬. তিউনিশিয়ার যাইতুনা মসজিদ
৭. মিশরের আল আযহার জামে মসজিদ
৮. উজবেকিস্তানে ঐতিহ্যবাহী তিনটি মাদরাসার
সমন্বয়ে গঠিত রেগিস্তান
৯. ইরাকের মহান সামারা মসজিদ
১০. ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদ
এসব ছাড়াও সুবিশাল ভারতীয় উপমহাদেশ সহ ইসলামি সভ্যতার অন্যান্য অঞ্চলসমূহের আনাচে কানাচে মাথা উঁচু করে আজো নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা জানান দিয়ে যাচ্ছে অসংখ্য ল্যান্ডমার্ক। সমগ্র দুনিয়ার পূর্ব হতে পশ্চিমে বিদ্যমান এসব কালজয়ী ইমারত ইসলামী সভ্যতার সুস্পষ্ট বিজয়ী নিশান। স্বমহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিনিয়ত উজ্জিবীত করে হাজারো মুক্তিকামী যুবকের হৃদয় ।
পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের প্রতিষ্ঠিত সভ্যতার ইমারত সমূহ মুসলিম উম্মাহর বলিষ্ঠ আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। আমরা এই দুনিয়াকে অতীতেও বিনির্মান করেছি। এবং ভবিষ্যতেও বিনির্মান করব। ইনশাআল্লাহ