উরুমচি গণহত্যার ১৪ বছর আজ!
একবিংশ শতাব্দীতে মুসলমানদের উপর যে সকল গণহত্যা সংগঠিত হয় তাঁর মধ্যে অন্যতম একটি হল ২০০৯ সালের ৫ জুলাই উইঘুর মুসলমানদের উপর পরিচালিত গণহত্যা। যা ইতিহাসে ‘উরুমচি গণহত্যা’ নামে পরিচিত। আজ থেকে ১৪ বছর পূর্বে চীন সরকার হাজার হাজার উইঘুর মুসলমানকে হত্যা করে।
সেই গণহত্যায় শাহাদাত বরণকারী সকল ভাই-বোনদের রূহের মাগফিরার কামনা করছি এবং মহান প্রভু যেন তাঁদের আত্মত্যাগের বিনিময়ে পূর্ব-তুর্কিস্তানকে স্বাধীন একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে এই দোয়া করছি।
জ্ঞান সম্রাট আলিয়া ইজ্জেতবেগভিচের ভাষায়, “গণহত্যাকে কখনো ভুলে যাবে না। কেননা যে গণহত্যাকে ভুলে যাওয়া হয় সেটা বারংবার পুনরাবৃত্তি হয়”
নোটঃ এই ছবিতে যে নারীকে দেখতে পাচ্ছেন তাঁর নাম হল ‘তুরসুন গুল’। মধ্য বয়সী এই নারী অসীম সাহসিকতার একাই দাঁড়িয়ে আছেন চীনের সশস্ত্র বাহিনীর সামনে। এর এই অসীম বীরত্ব ও সাহসিকতা পরবর্তীতে উইঘুর মুসলমানদের প্রতিরোধ ও সংগ্রামের প্রতীকে পরিণত হয়।
লিখেছেন- বুরহান উদ্দিন আজাদ