কাওয়ালি গজলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন অনবদ্য কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খান। যা আজও ভাংতে পারেনি কেউ।
নুসরাত ফতেহ আলী খান, পাকিস্তানি এই মিউজিশিয়ানকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ন কাওওয়াল (কাওয়ালি গায়ক) হিসেবে বিবেচনা করা হয়৷ এর প্রমাণ হচ্ছে ইতিহাসে যে কোন কাওওয়ালের তুলনায় তিনি সর্বাধিক সংখ্যক কাওয়ালি এলবাম তৈরী করেছেন। সংখ্যায় যার হিসাব ১২৫ শেরও অধিক!
তামাম দুনিয়ায় তাকে উর্দু এবং পাঞ্জাবী ভাষায় কাওয়ালি গযলের সবচেয়ে মহান গায়ক হিসেবে ধরা হয়। প্রায়শই তাকে ‘শাহেনশাহে কাওয়ালী’ বা কাওয়ালী রাজাদের সম্রাট হিসেবে অভিহিত করা হয়।
ঘন্টার পর ঘন্টা সময় ধরে কাওয়ালি গাওয়ার এই অভাবনীয় ক্ষমতা তাকে ভারতীয় এবং পশ্চিমা, উভয় ধরনের আর্টিস্টদের সাথে মিউজিক্যাল এক্সপেরিমেন্ট চালানোর সুযোগ এনে দিয়েছিল। তাই তো তিনি- কাওয়ালি সম্রাট।
দিল্লী ঘরানার কাওয়ালি ধারা থেকে উঠে আসা নুসরাত ফতেহ আলী খানের পরিবার ৬০০ বছর পুরনো কাওয়ালির ঐতিহ্য ও উত্তরাধিকার বহন করে আসছিলেন। তার মাধ্যমেই এই ধারার সব অমূল্য সুর-সম্পদ আন্তর্জাতিক পরিসরে উঠে আসে।