মুসলিম পোর্ট

কাশ্মীর ফাইল ; উপমহাদেশে বৃটিশ বিরোধী আন্দোলনে মুসলিমদের অনন্য শহিদী নাজরানা

জুলাই ১৯৩১, মাসটি কাশ্মীরে বৃটিশ হত্যাযজ্ঞের ফলে সমগ্র উপমহাদেশের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।

ঘটনার শুরু ১৩ই জুলাই, ১৯৩১। যেদিন এক আজান সম্পূর্ণ করার জন্য ২২ জন কাশ্মীরি মুসলিম শাহাদাত বরণ করেছিলেন। অঞ্চলটির বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদিরকে আটক করার ফলে প্রতিরোধ জোরদার করে সাধারণ মানুষেরা। এদিন যোহরের নামাজের সময় হলে এক কাশ্মীরি আজান দিতে উঠে দাঁড়ান ৷ পরক্ষণেই তিনি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ার সাথে সাথে দ্বিতীয় কাশ্মীরি আজান চালিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন এবং এভাবে পরপর বুলেটের আঘাতে ২১ জন কাশ্মীরি মুসলিম এক আজানের মধ্যে শাহাদাত বরণ করেন। এবং ২২ তম জন আযান সম্পন্ন করতে পারেন। অতঃপর তিনিও অন্যদের মত কাশ্মীর ফাট শাহাদাতের অমিয় সুধা পান করেন।

পরবর্তীতে সমগ্র জুলাই মাস জুড়েই মুসলমানদের কঠোর প্রতিরোধ অব্যাহত থাকে।

(আল্লামা ইকবাল আমাদের পূর্বসূরীদের সম্পর্কে যথার্থই বলেছিলেন, “আমরা তলোয়ারের ছায়ায় কালিমা পাঠ করতাম”)