বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাযা উপত্যকা । যদিও ভূমধ্য সাগরের তীর ঘেষা এই অঞ্চলটিতে আল কুদস প্রতিরোধ আন্দোলন সমূহের পূর্ণ নিয়ন্ত্রিন রয়েছে । তবে গোটা ফিলিস্তিনসহ বৈশ্বিক মানবতাঅধিকার সংস্থাগুলো জায়নবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রনাধীন থাকায় তীব্র নিপিড়নের মধ্য দিয়ে দিনাপাত করছেন গাজার অধিবাসিরা। এতোদসত্ত্বেও, অঞ্চলটিতে স্থানীয়দের প্রতিরোধ থেমে নেই। কিন্তু অবৈধ দখলদার গোষ্ঠী কর্তৃক আরোপিত নানামুখি সমস্যায়ও জর্জরিত স্থানীয়রা।
একটি পরিসংখ্যান বলছে-
অবরূদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত প্রায় ২০ লক্ষ্যাধিক মানুষের জন্য সরবিরাহিকৃত ৯৫% পানি-ই পানের অযোগ্য।
৩৬৫ কিলোমিটারের এই উপত্যকায় সারাদিনে মাত্র ৪ ঘন্টা বিদ্যুৎ সংযোগ অব্যাহত থাকে।
অঞ্চটির ৪৬% যুবকই কর্মসংস্থান থেকে বঞ্চিত
গাজা উপত্যকায় বসবাসরত মোট শিশুদের মধ্যে ৪৬% শিশুই বিভিন্ন দুরারোগ্যে ভূগছে। কেননা প্রতিদিনের ইজরায়েলি হামলা ও রাশায়নিক আক্রমনের ফলে অধিকাংশ অধিবাসীই ক্যান্সারসহ জটিল সব রোগে আক্রান্ত।
শুধু তাই নয়, টানা যুদ্ধ বিগ্রহের ফলে অঞ্চলটির ৫০% শিশু কিশোরও ভয়াবহ মানসিক সমস্যায় বিষাদগ্রস্ত।
সর্বোপরি, ২০ লাখ মানুষ প্রতিনিয়ত এক উন্মুক্ত কারাগারে ধুকেধুকে মরছে……