মুসলিম পোর্ট

নিগুয়েতি মসজিদ, আদরার, মৌরিতানিয়া। (১৩শ -১৪শ শতক)

আফ্রিকার দেশ মৌরিতানিয়ার অন্যতম প্রাচীন স্থাপত্য চিনগুয়েতি মসজিদ। মসজিদের দৃষ্টিনন্দন মিনারটি পুরো বিশ্বের দ্বিতীয় পুরাতন স্থাপত্য যা এখনো ব্যবহৃত হচ্ছে। মসজিদটি ইসলামিক রিপাবলিক অব মৌরিতানিয়া জাতীয় প্রতীক হিসেবেও বিশ্বজুড়ে সমাদৃত ।