পরমাণু অস্ত্র তৈরীর খুব কাছে ইরান বলে জানিয়েছে আমেরিকান কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।আই এ ই এর তথ্যমতে বর্তমানে ইরানের ইউরোনিয়ামের মজুদ ৯০ শতাংশে পৌছেছে, । বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি সম্পর্কে পেন্টাগন জানিয়েছে এই মুহুর্তে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে নারাজ বাইডেন প্রশাসন তবে তারা ‘প্ল্যান বি’ নিয়ে কাজ করছে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করার ব্যাপারে।