১৩৮৪ খ্রিস্টাব্দে সুলতান জাহির আবু সাইদ আল বারকুক কায়রোর বর্তমান আল-মু’আজ স্ট্রিটের কাছে একটি মাদরাসা ও খানকাহ নির্মান শুরু করেন। কারুকার্যমন্ডিত মাদরাসাটির নির্মান এর দুই বছর পরই অর্থাৎ ১৩৮৬ খ্রিস্টাব্দে শেষ হয়ে যায়।
অসাধারণ কারুকার্য, নিপুণ নির্মাণশৈলী এই মাদরাসা কমপ্লেক্সটি পৃথিবীর স্থাপত্যশিল্পের অন্যতম ঐতিহ্য।