মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে আবুধাবি প্রশাসন। জানা যায়- ওয়াশিংটনের সাথে অস্ত্র-চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এউএই কর্তৃপক্ষ।
তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলতি মাসেই পেন্টাগনে আলোচনায় বসার কথা ছিল দু’পক্ষের, যা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াসা।
এবিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে- চুক্তির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াশিংটন।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের সাথে করা এই চুক্তিটিকে যুক্তরাষ্ট্র ও আমিরাত -এর মধ্যকার শক্তিশালী কুটনৈতিক ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।
তবে, সম্প্রতি দখলদার রাষ্ট্র ইজরায়েলের প্রধানমন্ত্রী নেফতালি বেনেতের আমিরাত সফরের একদিনের মাথায় আবুধাবির এই চুক্তি প্রত্যাখ্যান নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বাইডেন শিবিরে।