হিজাব পড়ার অপরাধে উনিশ বছরের জেল জীবন শেষ করলেন উইঘুরের এরলান ক্বাবদান, দিলেন লোমহর্ষক নির্যাতনের বিবরণ।
সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর থেকে উনিশ বছর পূর্বে আটক হওয়া এরলান ক্বাবদান নামের এক মুসলিম নারী মুক্তি পেয়েছেন। জানা যায়- ২০০৪ সালে হিজাব পরিধানের অপরাধে চাইনিজ প্রশাসন আটক করেছিল এরলানকে।
দীর্ঘ উনিশ বছরের কারা জীবনের লোমহর্ষক বর্ণনাও দেন এই উইঘুর মুসলিম নারী। তিনি জানান – অসংখ্যবার ধর্ষণসহ সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হতে হয়েছে তাকে বলেন খাদ্যাভাবে পাকস্থলী শুকিয়ে যাওয়া, হাত পায়ের নখ উপড়ে ফেলাসহ নানাভাবে নির্যাতন করা হয় । এমনকি, অযুর পবিত্রতা কিংবা পানির তৃষ্ণা মেটাতে নিজের মুত্র গ্রহণেও বাধ্য করেছে বলে বর্ণনা করেন এই উইঘুর নারী।
এরলান ক্বাবদান আরো জানান- চীনা সৈন্যরা যেসব ভবন ব্যবহারের মাধ্যমে এসকল নির্যাতন পরিচালনা করে, সেগুলোকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে স্কুল, অনাথাশ্রম কিংবা হাসপাতাল হিসেবে পরিচয় দেওয়া হয়।