মুসলিম পোর্ট

গেল ডিসেম্বরে ঐতিহাসিক বাবরী মসজিদ ট্রাজেডির ৩০ বছর পার হয়েছে। বাবরী মসজিদের জায়গায় রাম মন্দিরের নির্মাণের কাজ জোরেশোরেই চালাচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসন। ঐতিহাসিক এই মসজিদটি ধ্বংসের যখন ৩০ বছর পার হচ্ছে ঠিক সেই মুহুর্তে ৩৫১ বছর পুরোনো মাথুরার ইদগাহ মসজিদ ধ্বংসের মুখোমুখি হিন্দুত্ববাদীদের দাবি, উক্ত স্থানে পূর্বে আয়োদ্ধা মন্দির ছিলো। কোর্ট ইতোমধ্যে কেন ধ্বংস করা হবেনা জানতে চেয়ে নোটিশও দিয়েছে মসজিদ কৰ্তৃপক্ষ বরাত। আরএসএস সন্ত্রাসীরা জনমনে ইসলাম বিরোধী বিষবাষ্প জ্বালাতে সফল হয়েছে। মাথুরার ৩৫১ বছরের পুরোনো এই ইদগাহ মসজিদ ধ্বংস এখন শুধু সময়ের ব্যপার।