মুসলিম পোর্ট

গতকাল ৬ জুন ভারতের মহারাষ্ট্রে এই ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র বরাত জানা যায় , হারুন আব্দুল্লাহ (৩০) নামের এক মুসলিম যুবক এর ব্যক্তিগত ফেইজবুক এ্যাকাউন্ট থেকে গত ১ জুন মুঘল শাসক সম্রাট বাবরের ছবি সম্বোলিত একটি ছবি প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা হয়। এনিয়ে স্থায়ী কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাথে শনিবার আব্দুল্লাহর কথাকাটাকাটি হয় । যেখানে ভুক্তভুগীকে ছবিটে স্পড়িয়ে ফেলতে বলে তারা ।

এই বিবাদের জের ধরে গতকাল ৬জুন অঞ্চলটির দামাসপুর এলাকায় বেলা ১১ টা নাগাদ আইরোন রড ও হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় আব্দুল্লাহকে।

কট্টরপন্থী সন্ত্রাসীদের দাবী- মুঘল সম্রাটের ছবি প্রোফাইলে দেওয়ার মাধ্যমে ভারতে মুসলিম শাসনের সমর্থন করেছে হারুন আব্দুল্লাহ নামের ওই মুসলিম যুবক, যা দেশটির সার্বভৌমত্বে জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ।

গেল ১৭ই মে একই গ্রামের আরেক মুসলিম পরিবারের চার সদস্যকে পাথর ছুড়ে আহত করণ ও তাদের বাড়িতে হামলাসহ একাধিক অভিযোগের খবর পাওয়া যায়।