ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) এর সামরিক শাখা ইজ্জ আদ-দিন আল-কাসাম ব্রিগেড জেনিন ক্যাম্পে একটি সামরিক মহড়া চালিয়েছে এবং শহীদদের পরিবারের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছে।
ব্রিগেডের মুজাহিদরা তাদের হাতে অস্ত্র এবং মাথায় আল-কাসাম ব্রিগেডের কাপড় বেঁধে জেনিন ক্যাম্পের রাস্তায় ঘুরে বেড়িয়েছে এবং “ইজ আদ-দিন আল-কাসাম ব্রিগেডদের শুভেচ্ছা” স্লোগানে মুখরিত করে তুলেছে।
আল-কাসাম ব্রিগেডের একটি প্রতিনিধি দল, সম্প্রতি জেনিন ক্যাম্পে ইজরা*য়েলি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া মাহমুদ আস-সা’দি, মাহমুদ আল-আরাভিসহ অন্যান্য শহীদ পরিবারের প্রতি তাদের সমবেদনা প্রকাশ করেছে, এমনকি তারা বন্দী কমান্ডার আস সেমালকেও দেখতে গিয়েছিলো।
এটি উল্লেখ্য যে,
ব্রিগেডের সদস্যরাও জেনিন ক্যাম্পে অনুষ্ঠিত সামরিক কর্মকাণ্ডের সময় মহড়া ও প্রশিক্ষণ দিয়েছিলো।
আল-কাসাম ব্রিগেড যারা দখলদার ইজরা*য়েলি বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধে সকল প্রকার কাজ করে থাকে।
ব্রিগেড থেকে বলা হয়েছে যে,
দখলদার ইজরায়েলি বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালিয়ে কিছুই করতে পারেনি কেননা যতদিন পর্যন্ত সেখানে আস-সা’দি, মাহমুদ আল-আরাভির মতো যুবকরা থাকবে ততদিন পর্যন্ত আল জেনিনসহ ফিলিস্তিনের এক ইঞ্চি পরিমাণ ভূমিও কেউ দখল করতে পারবেনা। মহান আল্লাহ আস-সা’দিসহ প্রত্যেক শহীদের বিনিময়ে আমাদের ভূমিকে পবিত্র করে দিন এবং আমাদের বিজয়কে তরান্বিত করে দিন।
আমিন।