মুসলিম উম্মাহর মহান প্রাণপুরুষ ‘আল্লামা ইকবাল’ একাধারে কবি, দার্শনিক, চিন্তাবিদ, তাত্ত্বিক, সাহিত্যিক, ইতিহাস বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ। গত শতাব্দীর মুসলিম মানসকে আল্লামা ইকবালের ন্যায় কেউই প্রভাবিত করতে পারেননি।
প্রাচ্য ও পাশ্চাত্যকে গভীরভাবে অধ্যয়নকারী মহান আলেম ও দার্শনিক আল্লামা ইকবালের মৃত্যুবার্ষিকী আজ। আল্লামা ইকবালের চিন্তার প্রভাবেই মানবমুক্তি আন্দোলন নতুনভাবে জেগে উঠে, আন্দোলনে নতুন তরঙ্গের সৃষ্টি হয়।
ইকবাল তাঁর কাব্য ও সাহিত্যের মাধ্যমে মুসলিম উম্মাহকে উজ্জীবিত করে তোলেন। মুসলিম যুবমানসকে লক্ষ্য করে ইকবাল বলেন-
“ওহে মুসলিম যুবক! ভেবে দেখেছো কি কখনো আপন আদিকথা?
কত মহান ছিলো সে আকাশ-
তুমি যার খসে পড়া একটি তারা
খুইয়ে ফেলেছি মোরা
পূর্বসুরীদের সে উত্তরাধিকার
তাই আকাশ ছুড়ে ফেলেছে মোদের
সপ্তর্ষিমন্ডল থেকে জমিন পানে”।
অতীতের মাধ্যমে উম্মাহকে উজ্জীবিত করে ইকবাল লিখেছিলেন-
“অতীত স্মৃতি আমার জাতির
পরশ পাথর
আমার অতীত শোনাবে তোমাদের
ভাবী জীবনের বাণী”।
ইকবাল বলেন-
Imbue thine heart With the tincture of Allah,
Give honor and glory to Love,
The Muslim’s nature prevails by means of love:
The Muslim, if he be not loving, is an infidel.
মুসলিম উম্মাহর রাজকবি, উর্দু ও ফার্সি সাহিত্যের বরপুত্র, তীক্ষ্মধী দার্শনিক ও ধীমান রাজনীতিক, মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ আল্লামা ইকবালের মৃত্যুবার্ষিকী আজ।
#৮৬তম_মৃত্যুবার্ষিকী
#আল্লামা_ইকবাল