তোমরা বুল্ডোজারের ধাক্কায় গুড়িয়ে দিয়ে আমাদের কবর দিতে চাও,
অথচ এ যমিনের সপ্তাশ্চর্য খ্যাত রুপালি সমাধি তাজমহল- সে তো আমাদের!
তোমরা যে ক্ষমতার দাপটে আমাদের মানবিক মর্যাদার কথা ভুলে যাও, অথচ সে মসনদের কেন্দ্রবিন্দু দিল্লীর সুদৃঢ় লাল কেল্লা- সে তো আমাদের!
তোমাদের আদি থেকে অন্তে,
হিন্দুস্তানের দিক থেকে দিগন্তে, আমরা ছিলাম, আছি, থাকব!
তোমরা যমীনে যুলুম লিখতে থাকো, আমরা আসমানে বিপ্লব লিখতে থাকব!
আমরা এই ভূমিরই সন্তান,
আমরা ছিলাম, আছি, থাকব…
stopindianmuslimgenocide