চীনে প্রাচীন মসজিদ ভাঙার পরিকল্পনা, প্রতিবাদে মুসলিমরা।
চীনের ইউনান প্রদেশে একটি প্রাচীন মসজিদের অংশবিশেষ ভেঙে ফেলার পরিকল্পনা করেছে চীন সরকার। এই বিষয় নিয়ে এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় মুসুল্লিদের তুমুল সংঘর্ষ হয়েছে।
এ ইস্যুতে বেশ কঠোর অবস্থান নিয়েছে চীনা কর্তৃপক্ষ। ঘটনাস্থলে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার হয়েছেন অসংখ্য বিক্ষোভকারী, বাকিদের আত্মসমর্পণের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে পুলিশ। মসজিদ ভাঙতে বাধা দেওয়াকে ‘সামাজিক শৃঙ্খলা ব্যাহত করা’ এবং ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করেছে চীনা কতৃপক্ষ।