আলহাজ্ব মালিক আশ শাবাজ তথা ম্যালকম এক্সকে হত্যার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন বিভাগ ও পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছে ম্যালকমের মেয়ে ইলয়াসা শাবাজ এবং অন্যান্য পরিবারের সদস্যরা। গত শুক্রবার (১৫ নভেম্বর) অভিযোগে বিভাগ দুটিকে বিখ্যাত মানবাধিকার ও বর্ণবাদ বিরোধী মুসলিম নেতা মালকম এক্সকে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত বলে দাবী করা হয়। ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও দাবী করা হয়।
মামলায় উল্লেখ করা হয়-
যুক্তরাষ্ট্রের সরকার, বিচার বিভাগ, এফবিআই, সিআইএ এবং এনওয়াইপিডি- এই সংস্থাগুলো ১৯৬৫ সালের ২১ ফেব্রুয়ারী ম্যালকম এক্সকে হত্যার ষড়যন্ত্রের খবর আগাম জানতো, কিন্তু সেটি থামানোর জন্য তারা কিছুই করেনি। বরং পরবর্তীকালে হত্যাকারীদের আইনগত মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে।
শুক্রবার ম্যালকম এক্স পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেন-
“আমরা বিশ্বাস করি, সবাই একত্রিত হয়ে মালকম এক্সকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। যিনি গত শতাব্দীর অন্যতম মহান চিন্তাবিদ ও আমেরিকার বর্ণবাদের বিরুদ্ধে জাগ্রত মহানায়ক ছিলেন। আমরা এই মামলা লড়ে যাবো।”
এসময় বেন ক্রাম্প আরো বলেন-
আমরা শুধু ইতিহাস তৈরি করছি না, আমরা ন্যায়বিচারের একটি পথ তৈরি করছি, আমরা বিশ্বাস করি, যারা দীর্ঘদিন ধরে আমেরিকার আইনগত ব্যবস্থায় ন্যায়বিচার পাননি তাদের জন্য একটি উদাহরণ স্থাপন করছি।
দায়ের করা মামলাটিতে উল্লেখ করা হয়েছে, এফবিআই এবং সিআইএ গোপন এজেন্টদের সাথে একত্রে কাজ করেই ম্যালকম এক্সকে হত্যা করেছে। যেখানে এনওআই এরও সরাসরি অংশগ্রহণ রয়েছে।
এদিন সংবাদ সম্মেলনে ম্যালকম এক্স এর মেয়ে ইলয়াসা শাবাজ জানান-
আমার পিতার হত্যা কেবল ব্যক্তি ম্যালকম এক্স এর হত্যা নয়, বরং এটি একটি মুক্তিকামী জনগোষ্ঠির হত্যা। যা নিয়ে গত অর্ধশত বছরের বেশী সময়েও কেউ কথা বলার সাহস করতে পারেনি। আমি মনে করি, আমাদের একত্রিত হয়ে পুনরায় সংগ্রামের দিন এসে গেছে, যেখান থেকে আমরা আমাদের অধিকার মজবুতিকরণে কাজ করবো।
-ডেস্ক রিপোর্ট, মুসলিম পোর্ট