“ইহুদিদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, তারা তাদের ধর্ম পালন করছে আমরা আমাদের। যখন কোনো ইহুদি আমার নিজের বসত ভিটা থেকে আমাকে উচ্ছেদ করতে আসে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো, যখন আমার ভাইয়ের বসত ভিটাতে হাত দেয় আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করবো ” —শাইখ আহমাদ ইয়াসিন।শহীদ শাইখ আহমাদ ইয়াসিন।হামাস (ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন) এর প্রতিষ্ঠাতা। হুইল চেয়ারে চলাফেরা এবং হাত পর্যন্ত না উঠাতে পারা এই মানুষটির হুইল চেয়ারের চাকায় এসে স্তব্ধ হয়ে গিয়েছিলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী রাষ্ট্রে (দখলদার) ইজরায়েল। এখনো কাঁপুনি দিয়ে যাচ্ছে বিশ্বের বাঘা বাঘা পরাশক্তিদের। হুইল চেয়ারে বসে, অচল হাত নিয়ে, চোখে কম দেখেও তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে লড়তে হয় জালিমদের বিরুদ্ধে। কিভাবে থামিয়ে দিতে হয় রক্তচোষাদের আগ্রাসন। যার কারনে আজও দখলদার ইজরায়েলের কাঁটাতারের মাঝে স্বাধীন ছোট্ট গাজা। তাঁর প্রতিষ্ঠিত হামাস আজ দখলদারদের সাথে সমানে সমানে লড়াই করে। আজ এই মহান নেতার শাহাদাৎ বার্ষিকী।২০০৪ সালের আজকের এই দিনে ফজরের নামাজে যাবার সময় ইজরাইলের বিমান হামলায় তিনি শাহাদাৎ বরণ করেন।এই মহান মুজাহিদ কে আল্লাহ জান্নাতি করুন, এবং তার রেখে যাওয়া আন্দোলনকে বিজয়ী করুন।