স্রেব্রেনিকা গণহত্যার ২৮ বছর আজ!
১৯৯৫ সাথে আজকের দিনে অর্থাৎ ১১ জুলাই, বসনিয়ান যুদ্ধের সময় স্রেব্রেনিকা (বসনিয়া ও হার্জেগোভিনাতে) শহর এবং এর আশেপাশের বসনিয়ান মুসলমানদের উপর ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৯৫ সালের বসনিয়ানদের উপর এই গণহত্যা ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনাগুলির একটি!
বসনিয়া থেকে মুসলমান জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করার লক্ষ্যে কমান্ডার রকো মাঠাদ (বসনিয়ার ‘কসাই’ নামে পরিচিত) সেব্রিকা শহর দখল করে এবং শিশুসহ হাজার হাজার লোককে জবাই করে হত্যা করে!
এই জঘন্য গণহত্যার মাত্র ১০-১১ দিনের মধ্যে ৪,০০০ এরও বেশি বসনিয়ান মুসলমানকে হত্যা করা হয়। পাশাপাশি ২০,০০০ এরও বেশি বেসামরিক নাগরিকদের নিজ এলাকা থেকে বিতাড়িত ও বহিষ্কার করা হয়েছিল। ধর্ষণের স্বীকারও হয়েছিলেন শত শত মুসলিম নারী…
ইউরোপের বুকে দ্বীনে মুবিন ইসলামের প্রতিনিধিত্বকারী বসনিয়ার শহীদদের প্রতি সালাম জানাই!